কক্সবাজারের ৪ আসনের খসড়া ভোটার তালিকা চুড়ান্ত

ইমরুল কায়েস •

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪ টি আসনে মোট ভোটার সংখা ১৬,৫৩,২৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,৭৫,৬২৪ জন ও নারী ভোটের সংখ্যা ৭,৭৭,৬৭০ জন।

চুড়ান্ত খসড়া তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৫৫৭ টি। এই ৫৫৭ টি কেন্দ্রে ভোট কক্ষ থাকবে ৩৪৭৫টি।

বুধবার (১৬ আগস্ট) কক্সবাজারের ৪ টি আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের খসড়া চুড়ান্ত ভোটার তালিকা অনুমোদন দেয় কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য জানা যায়, প্রস্তাবিত ভোটার তালিকায় কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের মোট ভোটার ৪,৮৪,৮৬৬ জন। এর মধ্যে চকরিয়া উপজেলায় ৩,৫২,০০২ জন ও পেকুয়া উপজেলায় ১,৩২,৮৬৪ জন ভোটার।

কক্সবাজার ২ (মহেশখালী -কুতুবদিয়া) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের মোট ভোটার ৩,৫৩,৫৬২ জন। এর মধ্যে মহেশখালী উপজেলায় ২,৫৮,৪৩৫ জন ও কুতুবদিয়া উপজেলায় ৯৫,১২৭ জন ভোটার রয়েছে।

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাও) আসনের মোট ভোটারের সংখ্যা ৪,৮৬,৪৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ২,১৭,০৭৭ জন , রামু উপজেলায় ১,৮১,৭৮৫ জন ও নবগঠিত ঈদগাহ উপজেলায় ৮৭,৬১৫ জন ভোটার।

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের মোট ভোটার ৩,২৮,৩৮৯ জন। এর মধ্যে উখিয়া উপজেলায় ১,৪৭,৩১০ জন ও টেকনাফ উপজেলায় ১,৮১,০৭৯ জন ভোটার দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রদান করবে।

চুড়ান্ত খসড়া তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৫৫৭ টি। এই ৫৫৭ টি কেন্দ্রে ভোট কক্ষ থাকবে ৩৪৭৫টি।

আরও খবর