কক্সবাজারে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর সোনাদিয়ায় উদ্ধার

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে বঙ্গোপসাগরে গোসল করার সময় গত শুক্রবার (১১ আগস্ট) বিকালে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের লাশ ৩ দিন পর আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভেসে এসেছে।

সকাল ৯টায় স্থানীয় জনগণের সহযোগিতায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহেদুল ইসলাম (২২) কক্সবাজার শহরতলীর বাসটার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আজিম আলীর ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় নিখোঁজ হন তিনি।

জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, শুক্রবার কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট উপকূূলে একা গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের লাশ তিন দিন পর আজ মঙ্গলবার সকালে সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভেসে আসে।

স্থানীয় জেলেদের মাধ্যমে খবরটি জানতে পেরে নিখোঁজ যুবকের আত্মীয়স্বজনদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা লাশের পরিচয় শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করেছে। এখন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট উপকূলে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায় মো. আলী তুহিন (১৫) নামের এক স্কুল ছাত্র। তার লাশ এখনও পাওয়া যায়নি।

নিখোঁজ মো. আলী তুহিন কক্সবাজার শহরের ৩নং ওয়ার্ড নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেন ও নাসিমা আকতারের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

এ নিয়ে গত ৫ মাসে শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে গোসল করতে নেমে ১ জন নিখোঁজসহ ৫ জন মারা যায়।

আরও খবর