আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে এসআই মো. আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনে কক্সবাজারমুখী সিএনজি নং কক্সবাজার -থ-১১-৬৪৮১ যাওয়াকালীন তল্লাশী চালিয়ে ড্রাইভারের সীটের নীচে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় সিএনজি চালক আহমদ কবিরকে আটক করে তার সিএনজিটিও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আটক আহমদ কবির— ইয়াবা পরিবহন করে এই বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সর্বশেষ মঙ্গলবার সকালে তাকে আটক করে পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া য়ায়।’
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিকে রামু মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-