টেকনাফে কৌশল বদলে বেড়েছে অপরাধ: অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণ ,জমি দখলসহ নানান অপরাধে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ব ফের বৃদ্ধি পেয়েছে।

তথ্য সূত্রে দেখা যায়, গত কয়েক সপ্তাহের মধ্যে অত্র উপজেলায় ছুরিকাঘাত হয়ে যুবক নিহতসহ বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছে মাদক কারবারে জড়িত অপরাধীরা।এদিকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

তারই ধারাবাহিকতায় টেকনাফ থানা পুলিশ সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাবরাং সান্দুলী পাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোঁড়া মনছুর নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে।

সে সাবরাং ১ নং ওয়ার্ড বাহার ছড়া গ্রামের বাসিন্দা নজির আহাম্মদ’র পুত্র।

অপরদিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী,১৪ আগস্ট (সোমবার) ভোর রাতের দিকে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া একটি বসত বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং মোহাম্মদ তৈয়ব (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃত ব্যাক্তি হচ্ছে-ঐ এলাকার আব্দুল মোনাফ’র পুত্র। সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের সৈয়দ আরো জানান,১৩ আগস্ট সাবরাং ইউপি সান্ডুলী পাড়ায় প্রকাশ্যে গুলি ছোঁড়া মনছুর আলম নামে এক সন্ত্রাসীকে ৩৯ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

একই দিন অপর একটি অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তৈয়ব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানিক দল।

ধৃত দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর