কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ নুর মুস্তাফা (২২) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গীখালী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নুর মুস্তাফা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আকবর পাড়া গ্রামের আবু তাহেরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আটক নুর মুহাম্মদ— ইয়াবা পরিবহন করে এই বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সর্বশেষ ভোরে তাকে আটক করে পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া য়ায়।’
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-