রোহিঙ্গা শিশুটিকে হাসপাতালে আনার ২ ঘণ্টা পর মারা গেল

চট্টগ্রাম :

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী ইলিয়াস নামে ওই শিশু শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ কুতুপালংয়ের ওই শিশুকে কক্সবাজার হাসপাতাল থেকে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে চট্টগ্রামে আনলেও তাকে বাঁচানো যায়নি। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে রাত ৯টায় তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৩৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে শিশু মারা গেছে ১৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল। চলতি মৌসুমে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৬১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ১২০ জন।

আরও খবর