চান্দগাঁওয়ে ইয়াবাসহ ধরা টেকনাফের হাফেজ!

চট্টগ্রাম •

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকা থেকে ৫২৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. হাফেজ উল্লাহ (৪২) টেকনাফ থানার ডেইল পাড়ার নূর আহম্মদের ছেলে।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান সোহেল রানা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৩টায় ৫২৫০ পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর