মিজবাউল হক •
ভ্রমণ করতে গিয়ে আলীকদমের একটি ঝর্নায় পা পিছলে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আতাহার ইশরাক রাফি (২৮)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়া গ্রামে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে স্ত্রীসহ ভ্রমণে যাওয়া অপরাপর সহপাঠীদের সামনে আলীকদমের তৈন খালের দৌছড়ী ক্যানশন পাড়াস্থ চাইমপ্রা ঝর্নায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আতাহার ইশরাক রাফি ওই এলাকার শওকত আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই চকরিয়া উপজেলার বদরখালী হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম বলেন, আতহার ইশরাক রাফির মাতা তসলিমা বেগম বাকলিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা হিসেবে চাকুরীরত রয়েছেন। সেই সুবাদে বাবা-মায়ের সঙ্গে ছোটকাল থেকে চট্টগ্রাম শহরে বেড়ে উঠেছে ইশরাক। গ্রামে বাড়ি চকরিয়ায় আসতেন মাঝে মধ্যে। বিয়েও করেছেন চট্টগ্রাম থেকে।
তিনি বলেন, ১২ আগস্ট ইশরাক রাফি তার স্ত্রীসহ বন্ধু বান্ধব মিলে ২৫ জনের একটি দল আলীকদমে ভ্রমণ করতে যান। সন্ধ্যা ছয়টার দিকে পা পিছলে পাহাড় থেকে নিচে ঝর্ণায় পড়ে যায়। ৬ ঘন্টা ধরে সহপাঠীরা চেষ্টা করে ঝর্ণা থেকে মুমূর্ষ অবস্থায় ইশরাক রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-