নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মোঃ রবিউল হাসান রবি (২৬) লক্ষ্মীপুরে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১৩ আগস্ট) লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ মজিপুর ঝুমুর মোড় ঝুমুর হোটেলের সামনে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত রবিউল হাসেন রবি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল মৌলভী পাড়া এলাকার মৃত মো: ইসমাইলের ছেলে৷
বিষয়টি নিশ্চিত লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোজাম্মেল হোসেন বলেন, নিয়মিত অভিযান হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ মজিপুর ঝুমুর মোড় ঝুমুর হোটেলের সামনে ফেনী টু লক্ষীপুর পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ হাজার ইয়াবা মোঃ রবিউল হাসন রবিকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-