কক্সবাজারে মাদক মামলার আসামিদের জামিনের জন্য কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে : বিদায়ী জেলা জজ

বিশেষ প্রতিবেদক :

আইন ও বিচার মন্ত্রণালয়ে সদ্য সংযুক্ত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেছেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান।

বর্তমানে কক্সবাজারের আদালতে ১০ হাজারেরও বেশি মাদক মামলা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প গুলো হচ্ছে অপরাধী তৈরির কারখানা।

রোহিঙ্গাদের মাদক মামলা অস্ত্র ও খুনের মামলার আসামিদের জামিনের জন্য কিছু আইনজীবী ও দালাল কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তারা জজ কোর্টে জামিন না পেলে হাইকোর্টে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অপরাধের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই ক্যাম্প গুলো এখন ইয়াবা কারবারিদের মুল কেন্দ্র।

আদালতে মাদকের মামলা নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরাম আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশে সবচেয়ে হত্যা মামলা বেশি কক্সবাজারে। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন খারাবি সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে।

মেজর অবঃ সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তির কারণে তার নিরাপত্তা জনিত সমস্যার আশংকাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে রয়েছে বলে জানান তিনি।

ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানে তিনি জানান বর্তমানে আইনজীবীদের অধিকাংশই জামিনের পেছনে দৌঁড়ায়। তারা মূল মামলা পরিচালনা কিংবা ট্রায়াল শুনানি করে না। তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে।তার আবেদনের ভিত্তিতে বদলিজনিত বিষয়কে ওএসিড করা হয়ে বলে কোন মাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সত্য নয় বলে দাবি করেন।

অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও খবর