নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া গ্রামের মোঃ আব্দুল হাকিম আরাফাত (২০) ও একই গ্রামের আব্দুস ছালামের ছেলে সিফাত (১৯)। আটককৃত বিকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া খায়েরের ঘের নামক স্থানে এ অভিযান চালানো হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-