গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা মানিকগঞ্জ থেকে ইয়াবা নিতে আসা দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
এসময় ১৬ হাজার ইয়াবাসহ মাদক বহনকারী ১টি পিক আপ গাড়ীও জব্দ করতে সক্ষম হয় তারা।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের সৈয়দ জানান গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ সদর ইউপি মহেশখালীয়া পাড়া সংলগ্ন একটি গাড়ীর গ্যারেজে মাদক বহনকারী একটি পিকআপ গাড়ী অবস্থান করেছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১২ আগস্ট গভীর রাতে থানায় কর্মরত এসআই মোঃ মঞ্জুনুর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পিক-আপ গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার ইয়াবা উদ্ধার করার পাশাপাশি গাড়ীতে থাকা দুই কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক বহনের দায়ে রেজিঃ নং ঢাকা-মেট্টো-ন-১১-৯১৪২ পিক-আপ গাড়ীটিও জব্দ করা হয়।
ধৃত দুই কারবারী হচ্ছে, মানিকগঞ্জ থানার আটিগ্রাম ইউপির মো: খোরশেদ আলমের পুত্র মোঃ ইব্রাহীম (৪৫), একই এলাকার তারা মিয়ার পুত্র ২। মোঃ আলম (৪০)।
ওসি আরো জানান তাদের সাথে ঢাকা ধামরাই থানা এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র হাসিব(৪২) নামে এক ব্যাক্তি ছিলো সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে গেছে। তাকেও উক্ত মামলায় পলাতক আসামী করা হয়েছে।
ধৃত দুই মাদক কারবারীকে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-