বিশেষ প্রতিবেদক •
আমাকে অনেক প্রাইভেট গাড়ির মালিক এবং সম্পদের মালিক বলে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম প্রাইভেট গাড়ি বলতে আমার একটা সিএনজি আর সম্পদ বলতে শুধুই একটা বাড়ী ছাড়া আর কিছুই নেই বলে মন্তব্য করেন কক্সবাজারের বিদায়ী জেলা জজ মোহাম্মদ ইসমাইল।
শনিবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় জেলা জজ মো. ইসমাইল এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার এবং আইন বিভাগ আমাকে জেলা জজের দায়িত্ব দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং কক্সবাজারের নাগরিকদের শান্তি শৃঙ্খলায় রাখা।
জেলা জজ বলেন, আমার তিন বছর দায়িত্বকালে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। আমি সবসময় চেষ্ঠা করেছি মানুষ যেন হয়রানিতে না পড়ে।
সম্প্রতি রামু উপজেলার মিঠাছড়ি চেয়ারম্যানের করা মামলায় হাইকোর্টে তলবের বিষয়ে বিদায়ী জেলা জজ সাংবাদিকদের বলেন, আমি চ্যালেঞ্জ করলাম এইটা ছিল একটা মিথ্যা মামলা। মামলার কাগজ এবং ওইদিন ঘটে যাওয়া কোন ঘটানার সাথে মামলার কাগজের সাথে মিল নেই।
জেলা জজ ইসমাইল বলেন, মামলার কাগজে লিখা আছে চেয়ারম্যানের গাড়িতে আসামি ইউনুস ভুট্টো লোহার রড দিয়ে বারি মারছে। অথচ ওই সময়ে রামুর ইউএনও এবং অনেক আনসার উপস্থিত ছিল।
একজন ইউএনও’র সামনে এবং আনসারের উপস্থিতিতে কিভাবে একজন চেয়ারম্যানের গাড়িতে হামলা করে। এ মামলার সবকিছু পর্যালোচনা করে মিথ্যা প্রমানিত হওয়ায় আমি জামিন দিয়েছি।
জেলা জজ ইসমাইল দাবি করে বলেন, তার দায়িত্বকালীন সময়ে সততা এবং জনগনের পক্ষে সবসময় রায় দিয়েছে।
অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রধান আ ন ম হেলাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক মোরশেদুর রহমান খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-