চকরিয়ায় হত্যা ও চোরাচালানসহ ৫ মামলার পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়ায় হত্যা, চোরাচালানসহ ৫ মামলার পলাতক আসামি নবীদুল ইসলাম ওরফে বাবু (২৪) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাতে উপজেলার নতুন রাস্তার মাথা নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ। আটক নবীদুল ইসলাম ওরফে বাবু (২৪) চকরিয়া পাহাড়তলীর নুর ছফার ছেলে।

ওসি জাবেদ মাহমুদ জানান, বাবুর বিরুদ্ধে মামলা হওয়ার পরে সে আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। তাকে ধরতে পুলিশের চৌকস টিম গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব, এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। বাবুর বিরুদ্ধে বানিয়াছড়া এলাকার “(জিআর-৬৯/১৬) মোরশেদ হত্যা মামলা ও চোরাচালান, মারামারিসহ সহ ৫টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, রাতে আটকের পর শনিবার সকালে আসামি বাবুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর