গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সাগর উপকুলে থেকে জোয়ারের পানিতে ভেসে আসা দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তথ্যে সূত্রে খবর নিয়ে জানা যায় ১১ আগস্ট (শুক্রবার) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের দক্ষিনে হলবুনিয়া নামক সাগর উপকুলে অর্ধগলিত দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
এরপর দ্বীপে কর্মরত পুলিশকে অবিহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় মৃৃতদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া দুটি মৃতদেহের মধ্যে ১টি নারী ও ১টি পুরুষ। তবে মৃতদেহ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের সৈয়দ জানান, সকাল ৭টার দিকে জোয়ারের পানিতে ভেসে আসা সেন্টমার্টিন দ্বীপের সাগর উপকুল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশ গুলোর ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানাযায়, চলতি সপ্তাহের ৩/৪ দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি ট্রলার সাগরে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রচার হয়। জীবনের ঝুঁকি নিয়ে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাড়ি দিতে বিপজ্জনক সমুদ্রযাত্রা করে।
গত রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উত্তাল সাগরে যাত্রা করে তারা উক্ত ফিশিং ট্রলারটিতে অর্ধশতাধিক রোহিঙ্গা নর-নারী ছিল বলে ধারনা করেছে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-