আন্তর্জাতিক ডেস্ক •
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা চলতি সপ্তাহে সাগরে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের শিবির থেকে জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রা করে।
সিতওয়ে শহরের শয়ে ইয়াং মেটা ফাউন্ডেশনের একজন উদ্ধারকারী বায়ার লা বলেছেন, রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উত্তাল সাগরে যাত্রা করে রোহিঙ্গাদের নৌকাটি। এতে অর্ধশতাধিক লোক ছিল বলে ধারনা করা হচ্ছিল।
তিনি বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ১৭টি মৃতদেহ পেয়েছি। আমরা আটজনকে জীবিত পেয়েছি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।’
উদ্ধারকারীরা এখনও ডুবে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানান বায়ার লা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, ৩৯টি নৌকায় তিন হাজার ৫০০ এরও বেশি রোহিঙ্গা ২০২২ সালে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, যা আগের বছরের তুলনায় ৭০০ বেশি। অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-