রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার: সিএনজি জব্দ

আবদুল্লাহ আল আজিজ কক্সবাজার জার্নাল •
কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এসময় মাদক পাচারকারী সিএনজি চালক পালিয়ে যায়।

১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মোঃ সরুপ চক্রবর্তী ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয় জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি নং কক্সবাজার -থ-১১-৫১২৭ সংকেত দিলে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ড্রাইভারের সিটের নীচে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন (চারশত) গ্রাম। এসময় মাদক বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সিএনজি’র অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।