কক্সবাজারে খালের পানিতে পড়ে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। একদিন নিখোঁজ থাকার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গাপাড়ায় খালে তারা ভেসে যায়। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালের দিকে ওই খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো উঝান্টিয়া ইউনিয়নের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও আমির হোসেন (৫) এবং সাবের আহমেদের মেয়ে হুমায়রা বেগম (৮)। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়।

এদিকে ওই এলাকার বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, বন্যার পানি কমতে শুরু করলেও এখনও নিম্নাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।

আরও খবর