আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং, হলদিয়া পালং ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের চলমান কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন লায়ারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার(৯ আগস্ট) সকাল ১১টায় প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত মাল্টিপারপাস সেন্টার ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে তাদের দৈনন্দিন জীবনে পানি নিয়ে কোনো সমস্যায় আছে কিনা বিস্তারিত তদারকি করেন এবং অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি ও কার্যক্রম ও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আইওএম কর্তৃক পরিচালিত নির্মাণাধীন অবকাঠামো Infection Disease Treatment Centre পরিদর্শন করেন।
এরপর দুপুরে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের একটি সাইক্লোন শেল্টারে উপজেলা নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ, বিকল্প নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস সহ প্রতিনিধিবৃন্দ।
এসময় আশ্রয়কেন্দ্রে বৃক্ষরোপণ সহ উন্নয়ন কর্মকাণ্ড স্বশরীরে পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া উপজেলার হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নের প্রকল্প পরিদর্শন শেষে বিকেলে উখিয়া ত্যাগ করে প্রতিনিধিদলটি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-