নিজস্ব প্রতিবেদক •
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচার্ড ম্যককরমিক ও অ্যাড কেইস। রোহিঙ্গা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগের অংশ হিসেবে তারা এ সফর করবেন।
চারদিনের এ সফরে দুই কংগ্রেস সদস্য ও তাদের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শিবির সরেজমিন পরিদর্শনে যাবেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় তহবিল ঘাটতিসহ বিভিন্ন ইস্যুতে তারা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কংগ্রেস সদস্যদের এ সফর মূলত রোহিঙ্গা সংকটকে ঘিরে। রোহিঙ্গাতের মানবিক সহায়তা দেওয়া দেশগুলোর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত সপ্তাহে জাতিসংঘে এক বৈঠকে তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের খাবারের জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ ৩০ টাকারও নিচে নামার কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গারা দেশটিতে ফিরে যেতে পারছে না।
রিচার্ড ম্যককরমিক রিপাবলিকান দলের ও অ্যাড কেইস ডেমোক্রেট দলের সদস্য। তারা ঢাকায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-