মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ধর্মঘট!

সরওয়ার কামাল, মহেশখালী :

মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে ন্যায্য পাওনা ও নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট করছেন পসকো কোম্পানির শ্রমিকেরা।

নানা সংকটে ছয় দফা বাস্তবায়নের দাবীতে তারা এ ধর্মঘট করেছে।

৯ই আগষ্ট সকাল থেকে প্রকল্পের প্রধান ফটকে তালা দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

প্রায় সাড়ে চার হাজার শ্রমিক পসকো কোম্পানীর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন, যাদের বেশিরভাগ ধর্মঘটে যোগ দিয়েছেন।

আন্দোলনের কারণ হিসেবে শ্রমিকেরা বলছেন, আন্তর্জাতিক শ্রমিক আইনে ডিউটির সময় আট ঘণ্টা হলে ও পসকো কোম্পানী দ্বারা ১০ ঘণ্টা বেসিক ডিউটি করানো হয়েছে, যার টাকা কোম্পানির কাছে পাওনা আছে।
এছাড়াও শ্রমিকেরা বলেন, তাদেরকে চিকিৎসা ভাতা দেয়া হয়না।

শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেওয়ার নিয়ম থাকলে ও সে নিয়ম মানছে না কর্তৃপক্ষ।

এরকম ছয়টি দাবী নিয়ে মূলত শ্রমিকদের আন্দোলন চলছে।

আরও খবর