চট্টগ্রাম •
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বন্যার পানিতে ডুবে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের জুনায়েদুল ইসলাম জারিফ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
সোমবার (৭ আগস্ট) রাতে নিজের এলাকায় বন্যার অবস্থা খারাপ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন জারিফ। তিনি চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, একজনের লাশ উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।
সোমবার রাত ১০টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে জারিফ লেখেন, ‘অতিদ্রুত সময়ের ভিতর লোহাগাড়ার স্কুল/কলেজ ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেন… বন্যার অবস্থা খুব খারাপ।’
ওই স্ট্যাটাসের সাড়ে ৩ ঘণ্টা পর রাত ২টার দিকে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পথে পানিতে তলিয়ে যান তিনি। এর ১৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-