টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল বিদেশি মদ ও ৬৬ ক্যান বিয়ারসহ একই পরিবারের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছব্রীজের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কবির (৪৬) ও তার স্ত্রী একই এলাকার আব্দুল মজিদের মেয়ে ছমিরা আক্তার (৪১) ও আব্দুল মজিদের ছেলে জাফর আলম প্রকাশ কালু (৩৬)।
মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রীজের আটক নুরুল কবিরের বসত-বাড়ি থেকে মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকার নুরুল কবিরের বসত-বাড়িতে মিয়ানমার থেকে মাদক আনার পর বিক্রয়ের উদ্দেশ্য তার নিজ বসত-বাড়িতে মজুদ রয়েছে।
এমন সংবাদে পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রোকুনজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আটক নুরুল কবিরের বসত-বাড়িতে অভিযান চালিয়ে জাফর আলম প্রকাশ কালু (৩৬) ও ছমিরা আক্তার (৪১) কে ২৩ বোতল বিদেশী মদ ও ৬৬ ক্যান বিয়ারসহ আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃতরা হলেন একে-অপরের আত্মীয়, এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-