ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার(৮ আগস্ট) সকাল ১০টায় জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলেজ শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল হামিদ, গীতা থেকে পাঠ করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুবীর দাশ, ত্রিপিটক থেকে পাঠ করেন জয়প্রকাশ বড়ুয়া।
আয়োজক কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সোলাইমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, প্রাণিবজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মধুছন্দা দেওয়ানজী, বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদ্্যাপন উপলক্ষ্যে কলেজ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবদুল হাকিমের পরিচালনায় বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-