কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
প্রবল টানা বৃষ্টি, জোয়ারের পানি,পাহাড়ি ঢল নামতে না পারায় জালিয়াপালং ইউনিয়নের ইনানীতে ৮ হাজার মানুষ পানি বন্দি হয়ে আটকে থাকার খবরে ছুটে এলেন উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদূর রহমান বদি।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখে দ্রুত পানি সরানোর ব্যবস্থা করার জন্য জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোশারফ সিকদারকে ৫০ হাজার টাকা দিয়ে কাজ শুরু কারার নির্দেশ দেন।
বদি বলেন, উখিয়া-টেকনাফে অনেক বড় বড় জনদরদী নেতাকে দেখা যায় বড় বড় কথা বলতে। কিন্তু দুঃসময়ে ওইসব নেতা এখন কোথায়?এখনো তাদের ঘুম এখনো ভাঙ্গেনি।
এসময় তিনি ইনানী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমে থাকা রাস্তার উপর পানি নিস্কাসনের জন্য রাস্তার পাশে ড্রেন করে দেওয়ার ঘোষনা দেন এবং পানি বন্দী ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা় করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বলেন, কোষ্টগার্ডের অপরিকল্পিত মাটি ভরাটের কারণে আজকে ইনানীর মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। পানি বন্দি মানুষের কথা আমি উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জানালে তিনি কালক্ষেপণ না করে দ্রুত ছুটে আসেন ইনানীতে।
৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম বলেন, কোষ্টগার্ডের মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থা না করে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণের কারণে অতি বৃষ্টি হওয়ায় জোয়ারে পানি উপরে উঠলে পাহাড়ি ঢল নামতে না পারায় এলাকাগুলো পানি বন্দি হয়ে যায়। ইনানীর অধিকাংশ সুপারি বাগান ও অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিপদের সময় বারেবারে সাবেক এমপি আবদুর রহমান বদি ছাড়া আর কাউকে পাওয়া যায়না। বারংবার তিনিই ছুটে আসেন আমাদের বিপদ-আপদে। বদির সাথে কারো তুলনা হয়না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-