পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে এক বানভাসির মৃত্যু

পেকুয়া প্রতিনিধি •

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে নাসির উদ্দীন(৪৫) নামের এক বানভাসির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে। সে পেকুয়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানান, বন্যার পানি ঘরে ঢুকলে সবাই আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি চিৎকার করে উঠেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজিবুর রহমান জানান, বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

আরও খবর