ইউসুফ আরমানের কবিতা “জীবনের জলছবি”

বর্ষা জলের ছোঁয়ায় গাছপালা ফিরে পায় সজীবতা
নদী-নালা, মাঠ, খেত জলে পূর্ণ হয়ে নবযৌবনতা গ্রীষ্মকালের রোদের চিহ্ন মুছে নবরূপ প্রকৃতি মানব মনের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখের স্মৃতি।

শ্রাবণের বৃষ্টির ছোঁয়ায় কদম, কেয়া, যুথিকা
শাপলার ঐশ্বর্য নয়নাভিরাম আমড়া, পেয়ারা
প্রকৃতিতে শ্রাবণের পর কাশফুলের শুভ্রতা
বর্ণ বিভায় উজ্জ্বলতম বর্ষা ও বৈচিত্র্যময়তা।

শ্রাবণ-ধারায় ভেসে ভেসে বৃষ্টির জীবনের জলছবি
আকাশে মেঘের গর্জন বৃষ্টির উল্লাসে মন মিতালি
নগর জীবনে শত দুর্ভোগ জলমগ্ন সুষমার বদলে
মুষলধারে বৃষ্টি বেমালুম বিষন্নতায় চেনা পথ ভুলে।

শ্রাবণের বৃষ্টিপাতে বিলঝিল, নদ-নদীতে ঢল
অবিরাম বৃষ্টির স্রোতে রাস্তায় জমেছে জল
বর্ষার মাতাল দাপটে প্রকৃতির অপরূপ পালাবদল
সাদা মেঘ,ধূসর মেঘ, রাঙা মেঘ ভাঙ্গা মেঘের দল।

  • লেখক : ইউসুফ আরমান
  • দক্ষিণ সাহিত্যিকাপল্লী, বিজিবি স্কুল সংলগ্ন রোড, ৬ নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার সদর।

আরও খবর