উখিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল ডটকম •

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

সোমবার(৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে সরিয়ে যেতে নির্দেশ প্রদান করেন তিনি।

তাছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগের মুহুর্তে জরুরী কন্ট্রোল রুম চালু সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একইদিন বিকেলে পাহাড়ি ঢলের পানিতে রেজুখালে পানি বৃদ্ধি পেয়ে কোর্টবাজার-সোনারপাড়া সড়কের মনির মার্কেট অংশে ভাঙ্গনের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

পরে, ইনানী এলাকায় জলাবদ্ধতার পানিতে বন্দি এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। এসময় পানিবন্দি পরিবারের তালিকা করে শুকনো খাবারের ব্যবস্থা সহ সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একইদিন উখিয়া উপজেলার পাহাড়ধ্বস প্রবণ এলাকা জালিয়াপালং ইউনিয়নের পাহাড়ি অঞ্চল পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, রবিবার ভারী বর্ষণে রেজুখালের পানি বৃদ্ধি পেয়ে কোর্টবাজার সোনারপাড়া সড়কে মনির মার্কেট অংশে আঘাত হানলে ভাঙ্গন দেখা দেয়। পরে উপজেলা প্রশাসনের তদারকির মাধ্যমে প্রাথমিক সংস্কারের ব্যবস্থা করা হয়।

আরও খবর