আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার (২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর।
তিনি বলেন- সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আনোয়ার ইসলামের শেডের উপর এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এমন তথ্য পাওয়ার সাথে সাথে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের ১টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় নিহত দুইজনকে উদ্ধার করে।
নিহতদের উদ্ধার করে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-