উখিয়ায় মুজিববর্ষের ঘর নিয়ে বাণিজ্য করেন ইউপি সদস্য জাহেদ!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে হতদরিদ্র গরীব-অসহায় মানুষের জন্য দেওয়া উপহার মুজিব বর্ষের ঘর নিয়ে ক্ষমতার অপব্যবহার করে বাণিজ্য করেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ মেম্বার।

ঘরের মালিক বিধবা অসহায় রেহেনা আক্তার বলেন, আমি স্বামী হারা। ছোট দুইটা এতিম বাচ্চা নিয়ে ইউএনও মহোদয়ের কাছে একটা ঘরের জন্য আবেদন করি,তখন তিনি যাচাই-বাছাই করে ডকুমেন্টস সহকারে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিব বর্ষের ঘরটি উপহার দেন,আমি প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে কয়েক মাস থাকার পর জাহেদ মেম্বার ক্ষমতার অপব্যবহার করে আমার কাছ থেকে জোরপূর্বক ঘরটি কেড়ে নিয়ে আমাকে বের করে দিয়ে আমার বাড়িতে তালা লাগিয়ে দেয়।

পরে অবৈধভাবে টাকার বিনিময়ে মালয়েশিয়া প্রবাসী ছলিম উল্লাহ স্ত্রী নুরুচ্ছবাকে বিক্রি করে দেয় এই জাহেদ মেম্বার।

এ বিষয়ে ভুক্তভোগী অসহায় রেহানা আক্তার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম এর বরাবর অভিযোগ করলে তাৎক্ষণিক জাহেদ মেম্বারকে তিনি ফোন করে অসহায় রেহানা আক্তারের ঘরটি ফিরিয়ে দিতে বললেও সেই জাহেদ মেম্বার চেয়ারম্যানের কথা অমান্য করে আসছে।

ভুক্তভোগী অসহায় রেহেনা আক্তার সাংবাদিকদের অবগত করলে সরজমিনে গিয়ে দেখা যায়, মালয়েশিয়া প্রবাসী ছলিম উল্লাহর স্ত্রী নুরুচ্ছবা ঐ মুজিব বর্ষের ঘরে বসবাস করছেন,প্রবাসীর স্ত্রী নুরুচ্ছবা কে জিজ্ঞেস করলে তিনি বলেন,আমাকে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ মেম্বার ঘরটি দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জাহেদ মেম্বারের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, মুজিব বর্ষের ঘরটি বন্ধ ছিলো,যে মহিলাটি ঘর পেয়েছে সেই মহিলাটি যাইনি বিধায় আমি তশিলদারের সাথে আলাপ-আলোচনা করে ঘরটি প্রবাসীর স্ত্রী নুরুচ্ছবাকে দিয়ে দিছি,তবে আমাকে উপজেলা ইউএনও অফিস থেকে বলা হলে যার ঘর তাকে বুঝিয়ে দেবো।

এ ব্যাপারে, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসহায় মহিলার পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নিবেন বলে জানান সাংবাদিকদের।

আরও খবর