কক্সবাজার সংবাদদাতা •
কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে একটি অজ্ঞাতনামা মরদেহ। আজ রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডায়াবেটিস পয়েন্টে মরদেহটি ভেসে আসে।
পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মীদের ইনচার্জ মাহাবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। পরনে গেঞ্জি এবং হাফ প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে- ৭ থেকে ১০ দিন আগের মরদেহ। তবে এখনো নিশ্চিত নই জেলে নাকি কোন পর্যটক। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-