উখিয়ায় জমি নিয়ে বিরোধ: দুপক্ষের উত্তেজনা!

নিজস্ব প্রতিবেদক, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামে খরিদকৃত জমি নিয়ে নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

এ নিয়ে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে একাধিক মামলা ও পাল্টা মামলার ঘটনাও ঘটেছে।

শুক্রবার (৪ আগষ্ট) এ ঘটনায় উখিয়া থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নুরুল ইসলামের স্ত্রী বশিরা বেগম।

অভিযোগসূত্রে বিবাদীরা হলো,একই এলাকার মৃত বদিউর রহমানের পুত্র নুরুল হক (৬২), নুরুল হকের পুত্র মিজানুর রহমান (৩০)।

জানা যায়,বিরোধীয় জমিটি ক্রয় সূত্রে রেজি কবলা নং-৬৫৫,১০৬৮ মূলে প্রাপ্ত যুগযুগ ধরে ভোগ দখল করিয়া আসছে। হঠাৎ নুরুল হক জমিটির মালিকানা দাবি করে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করে বলে অভিযোগ নুরুল ইসলামের। এমতাবস্থায় নানা হুমকি ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ তুলেন বাদীপক্ষের পরিবার। এ ঘটনায় চলমান উত্তেজনা থামাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।

তারা বলেন, এই জমির রক্ষা করার জন্য বিভিন্নসময় হামলা-মামলা ও হুমকীর সম্মুখীন হয়েছি। আমরা এখন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি রাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা অন্যায়ের শিকার, জুলুমের শিকার। আমরা জমি রক্ষার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।

ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত নুরুল হক পাল্টা অভিযোগ তুলেন।

তার ভাষ্য,জমিটি ২০১৩ সালে ওয়ারিশসূত্রে তিনি ক্রয় করেছেন ও জমিটির মালিকানা নিয়ে উভয়পক্ষের মামলা আদালতে চলছে এবং তিনি উচ্চ আদালত থেকে জমিটি তার পক্ষে রায় ডিগ্রি পেয়েছেন।
ওই ক্ষেত্রে জমির মালিক তিনি নিজেই।

ঘটনার ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসিকে অবগত করা হলে তিনি অভিযোগ হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা বলছেন, তারা দুজনেই আপন ভাই এবং জমিটি তারা তাদের ওয়ারিশ থেকে কিনেছেন বলে দাবী করে আসছেন। দুপক্ষেরই আদালতে মামলা চলমান আছে। তাই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করবো উভয়পক্ষের সাথে বসে কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি সমাধান করে দেওয়ার। এতে করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

আরও খবর