ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় বাল্যবিয়ের আয়োজনের দায়ে জেল-জরিমানা গুনলো বর ও কনে পক্ষের পরিবার।
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ আগস্ট) পালংখালীর গয়ালমারা এলাকায়। এসময় বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৭ দিনের কারাদণ্ড ও উভয়পক্ষ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানায়, শুক্রবার সন্ধ্যায় শিশু সহায়তা জাতীয় জরুরী সেবা হতে প্রাপ্ত ফোনের ভিত্তিতে স্থানীয় সমাজকর্মী ও গ্রাম পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবরে পালংখালীতে অভিযান পরিচালনা করে টেকনাফ কাঞ্জরপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে বর মোহাম্মদ রাসেল (২৪) কে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় বরের চাচা ও কনের পিতা থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় কনে স্কুলছাত্রী কে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য পরিবারসহ উপস্থিত সবাইকে নির্দেশ প্রদান করা হয় বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-