শাহীন মাহমুদ রাশেল •
কক্সবাজার সদরের খরুলিয়ায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের চাপায় ফজরের নামাজের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মুসল্লি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে সদরের পূর্ব খরুলিয়ার টেক সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসল্লির নাম শামশুল আলম (৬২)। তিনি ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া সিকদার পাড়া এলাকার মৃত মোহাম্মদ কালু চৌকিদারের ছেলে।
স্থানীয় সমাজ কর্মী মৌলানা মোহাম্মদ হোসাইন জানান, খরুলিয়ার টেক এলাকাস্থ সিকদার পাড়া জামে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কক্সবাজারগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২১-৬৪৫৪) ওই মুসল্লিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
প্রতিবেদকের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুঁটি গুঁটি বৃষ্টিতে সড়কের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে আছেন শামশুল আলম। দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কারটি ফুটপাতে নেমে তাকে ধাক্কা দিয়ে ঘুরে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়।
এদিকে শামশুল আলমের মৃত্যুর খবর পেয়ে তাঁকে সাদা মনের মানুষ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সবাই তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট দিচ্ছেন। বাড়িতে তাঁর লাশ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-