গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে সংঘর্ষের ঘটনায় ১০ জন ব্যাক্তিকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
৩ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১টার দিকে টেকনাফ মডেল থানায় বিজিবি বাদী হয়ে মামলাটি দায়ের করে। উক্ত মামলায় বিপুল সংখ্যত অজ্ঞাত আসামী প্রতীয়মান রয়েছে উল্লেখ করা হয়েছে।
মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ জানান, ২ আগস্ট (বুধবার) টেকনাফে মাদক কারবারিকে আটক করে নিয়ে আসার সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির এক সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। এর মধ্যে সরকারি কাজে বাধা প্রদান ও হতা-হতের ঘটনায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১০ আসামীসহ অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে আইনের আওতাই নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-