টোকেন-ই সিএনজি চালকদের বড় লাইসেন্স!

নিজস্ব প্রতিবেদক •


এ যেনো লাইসেন্স না থাকলেও নির্দ্বিধায় চলাচলের এক অঘোষিত আইন। টোকেন থাকলে বাঁধা ছাড়াই চলবে যানবাহন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলায়।

অনুসন্ধানে জানা যায়, প্রতি মাসে ৩শ টাকার বিনিময়ে সমিতি কর্তৃক সকল সিএনজি চালকদের মাঝে নির্দিষ্ট চিহ্ন ও নং সম্বলিত টোকেন বিতরণ করা হয়। এ টোকেন থাকলে হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশের কোনো দায়িত্বরত সদস্য যানবাহনের লাইসেন্স চেক করেনা বলে জানান চালকরা।

উখিয়া ট্রাফিক পুলিশের তথ্যমতে, শুধুমাত্র কোর্টবাজার স্টেশনে লাইসেন্সবিহীন সিএনজি রয়েছে ২শ ৬০টিরও বেশি। এসব যানবাহন চলাচল করতে গেলে নিতে হয় কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতির প্রদত্ত টোকেন। যা দেখাতে বলা হয় শুধুমাত্র ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সামনে। তবে, এ দুই বিভাগ নিয়মিত মামলাও ঠিকঠাক ভাবে রেখে রাষ্ট্রের স্বার্থে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছেন কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্টেশনে।

সচেতন মহলের অভিযোগ, অদক্ষ চালকদের টোকেনের মাধ্যমে নির্দিষ্ট টাকার বিনিময়ে বৈধতার লাইসেন্স অবৈধভাবে প্রদান করে দূর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দরা। এসব টোকেন বাণিজ্য বন্ধ করে চালকদের দক্ষ করে তোলার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা।

আরও খবর