চকরিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রীর!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়ায় অভ্যন্তরীণ সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাককাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহত তিনজনও একই এলাকার বাসিন্দা। তারা হলেন, নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন, অমল বড়ুয়া ও কাজল বড়ুয়া।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার জানান, ট্রাকচালক মোহাম্মদ পারভেজকে আটক করা হয়েছে। পারভেজ পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় মসজিদ পাড়ার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর