কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ আসামীর ৭ বছর করে কারাদন্ড

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এক লক্ষ ৮ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জন আসামীকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (৩১ জুলাই) এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : রাজশাহী জেলার রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘুষের মাহাল এলাকার আজিজুর রহমান ও আসমা খাতুনের পুত্র মোঃ আসলাম সরকার এবং একই জেলার চরঘাট পৌরসভার মৃত আবদুর সাত্তার ও মাসুদা বেগমের পুত্র মোঃ মাসুদ রানা।

রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামীদের পক্ষে অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট সেলিম উল্লাহ মামলটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০১৮ সালের ২৩ মে সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব-৭ এর একটি টিম কক্সবাজার শহরের কলাতলী মোড়স্থ হোটেল বে ওয়ার্ল্ডের সামনে একটি মাইক্রোবাস থামিয়ে সেখান থেকে মোঃ আসলাম সরকার এবং মোঃ মাসুদ রানাকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে র‍্যাব সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশী করে এক লক্ষ ৮ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপরোক্ত ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার সদর থানা মামলা নম্বর : ৭১/২০১৮ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৩৮৫/২০১৮ ইংরেজি (সদর) এবং এসটি মামলা নম্বর : ৫৪৮/২০২০ ইংরেজি।

বিচার ও রায় :
মামলাটি বিচারের জন্য ২০২১ সালের ১০ জানুয়ারী চার্জ (অভিযোগ) গঠন করে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে বিচারকার্য শুরু হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের আসামীদের পক্ষে জেরা, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, আসামীদের পক্ষে ২ জন সাফাই সাক্ষী উপস্থাপন, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেন।

রায় ঘোষণার দিনে আসামী মোঃ আসলাম সরকার এবং মোঃ মাসুদ রানাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৩(১) সারণীর ১৯(১) এর ৯(খ) ধারায় দোষী সাব্যস্থ করে বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল তাদেরকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদন্ড দেন।

আরও খবর