টেকনাফে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়ার নামক স্থানে একটি থ্রী হুইলার (মিনি টমটমের) মাধ্যমে মাদক পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. গোলাম হোসেন (৩৬) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার পরিধেয় লুঙ্গিতে পেঁচানো অবস্থায় একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগ দ্বারা মোড়ানো ১০টি সাদা রংয়ের জিপার ব্যাগ উদ্ধার করে এবং জিপার ব্যাগগুলো খুলে প্রতিটিতে ১০০ পিস করে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহৃত মিনি টমটম জব্দ করা হয়।

আটক মাদক পাচারকারী মো. গোলাম হোসেন হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নজির আহমেদের ছেলে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি স্বীকার করে বলেন, হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ি রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর