পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৯

হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: আদা দেরানার ফেসবুক পেজ থেকে নেওয়া

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, রোববার (৩০ জুলাই) এ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।

প্রশাসনের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, খাইবার পাখতুনখোয়ার বাজোর জেলার খার তেহসিল এলাকায় মাওলানা ফজলুর রেহমানের জামিত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের রাজনৈতিক দলের সমাবেশে হয়েছে এ হামলা।

খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল বলেন, এ ঘটনায় বাজোর ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আহতদের পেশোয়ার ও অন্যান্য হাসপাতালে নিতে প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

বাজোর জেলার জরুরি দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, আত্মঘাতী হামলায় জেইউআই-এফের খার তেহসিল এলাকার আমির মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।

©Independent TV Online

আরও খবর