কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে দৃষ্টি নন্দন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলায় মডেল মসজিদটি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে মডেল মসজিদের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মসজিদটি গুরুত্বপূর্ণ স্হানে নির্মাণ করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন স্হানীয় মুসল্লি জেবর মুলক ও নারী মুসল্লি জেসমিন আকতার।
মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, মোহাম্মদ জাফর আলম ও মহিলা এমপি কানিজ ফাতেমা আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, নারী ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী ও নুরুল আবছার সহ সরকারি কর্মকর্তা, আলেম-উলামাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও-ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,কক্সবাজারে দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে দারুন উচ্ছ্বসিত তারা।
এসব মডেল মসজিদে নারী-পুরুষদের আলাদা অজু ও নামাজের ব্যবস্থা, পাঠাঘার, পার্কিং ও মৃতদেহ গোসলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন, হজ্জ্ব নিবন্ধন ও প্রশিক্ষণসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে মডেল মসজিদে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-