কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গাসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কক্সবাজারের উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো. ছিদ্দিকের ছেলে মো. হাসান (২২) এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আব্দু শুক্কুরের ছেলে সিরাজুল মোস্তফা (২৩)।
রবিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন।
একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-