টেকনাফ সমুদ্র উপকূল থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ জুলাই (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে শামলাপুর ইউনিয়ন শীলখালি সমুদ্র উপকুল থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
তবে মৃতদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানি ১৮-২০ বছর হতে পাবে বলে ধারণা করছে পুলিশ।

মৃতদেহটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ।

তিনি উপকূলবাসীর বরাত দিয়ে বলেন, শনিবার রাতে সমুদ্রের জোয়ারের পানিতে মৃতদেহটি উপকুলে ভেসে এসেছিলো। এরপর সমুদ্র পাড়ের জেলেরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল।

শরীরে পচন ধরায় মৃতদেহটি কার তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর