নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো.মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মকছুদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনার মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী নিহত ও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-