দেশে শনাক্ত ৬১

কক্সবাজারে কোভিডে একজনের মৃত্যু

দেশে গত একদিনে আরও ৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কক্সবাজারে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫২২টি নমুনা পরীক্ষা করে ওই ৬১ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ০১ শতাংশ। আগের দিন তা ৪ দশমিক ৮৯ শতাংশ ছিল। খবর বিডিনিউজের।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৩০১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ৭০ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ২২৮ জন। যার মৃত্যু হয়েছে তিনি একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা। তিনি কক্সবাজারে নিজ বাসায় মারা গেছেন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪০ জন ঢাকার, এর বাইরে কক্সবাজারে নয়জন, সিলেটে চারজন, জয়পুরহাটে তিনজন ও চট্টগ্রাম ও দিনাজপুর দুজন করে এবং বরিশালে একজন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

আরও খবর