গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মো. শামীম মৃধা (৩৪) নামের এক ইউপি সদস্য (মেম্বার)। শুক্রবার (২৮ জুলাই) ঘোষিত ফলাফলে তিনি জিপিএ ৪.৪৩ পেয়ে তিনি উত্তীর্ণ হন।
শামীম মৃধা গাজীপুরের পূবাইল পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
শামীম মৃধা জানান, গত নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন করতে হলে এসএসসি পাস লাগবে এ ধরনের একটি কথা প্রচার হয়। এরপর পূবাইল পলিটেকনিক স্কুলে ভর্তি হই। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। শিক্ষিত লোকজন চেয়ারম্যান-মেম্বার হলে জনসাধারণ ভালো সেবা পাবে।
মাওনা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, শামীম খুবই ভালো মনের মানুষ। তাকে অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নাই মেম্বার শামীম মৃধা তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-