কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের ঝিলংজা জেলগেট উত্তরণ এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর (১০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।
এর আগে, দুপুর ১২টার দিকে উত্তরণের কাটাপাহাড় নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি টোকাই হিসেবে কাজ করতো বলে জানা গেছে। তার বাড়ি চকরিয়া উপজেলায় হতে পারে বলে নিহতের সঙ্গে কাজ করা কয়েকজন ছেলে জানায়। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মর্গে আছে শিশুটির মরদেহ। তবে তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-