রামুতে সাংবাদিকের পা বিচ্ছিন্নকারী সন্ত্রাসী র‍্যাবের জালে

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে কুপিয়ে সাংবাদিক আমান উল্লাহ আনোয়ারের পা বিচ্ছিন্নকারী মোস্তাক আহম্মদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (২৪ জুলাই) মধ্য রাতে র‌্যাব-১৫ একটি দল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটক মোস্তাক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি থোয়াইংগা কাটা গ্রামের মৃত মো. শফির ছেলে।

উল্লেখ্য, গত ২৪ জুন সন্ধ্যায় রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকায় আমান উল্লাহ আনোয়ার স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোস্তাক আহমদসহ অন্যান্য আসামীরা তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি কুপায়।

এতে আমান উল্লাহ আনোয়ারের বাম পায়ের হাঁটুর জয়েন্টের অর্ধাংশ পা বিচ্ছিন্ন হয়ে যায়।পরবর্তীতে বিচ্ছিন্ন হাটুর আহত অর্ধাংশ আর জোড়া লাগানো সম্ভব হয়নি। ফলে সাংবাদিক আমান আনোয়ার সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এ ঘটনায় আমান উল্লাহ আনোয়ার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোস্তাক ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় হত্যা ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টির অধিক মামলা রয়েছে। তার মধ্যে আপন শিশু সন্তানকে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

পঙ্গু হয়ে যাওয়া সাংবাদিক আমান উল্লাহ আনোয়ার স্থানীয় দৈনিক আপন কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত রয়েছেন।

আরও খবর