নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব।
এসময় উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী, বডার গার্ড ৩৪ বিজিবির কর্মকর্তা, ৮ এপিবিএনের কর্মকর্তা, ১৪ এপিবিএনের কর্মকর্তা, উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক উপস্থিত ছিলেন।
উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম ছৈয়দ আলম,সহ সকল ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।
উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-