রাজু দাশ, চকরিয়া •
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহামুদের উদ্যোগে থানা চত্বরে ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে বিভিন্ন গাছের চারা থানা চত্বরের পতিত জমিতে রোপন করা হয় ।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক এএসআই উত্তম কুমার ভৌমিক।
ওসি জাবেদ মাহামুদ জানান, যেকোনো কাজ করতে গেলেই প্রয়োজন সুস্থ সবুজ পরিবেশ। তাছাড়া বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। সুন্দর পরিবেশ বিনির্মাণে গাছের অবদান বর্ণনাতীত। তাই সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ রোপণ করা হয়েছে।
তিনি আরও জানান, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ থানা চত্বরে ভিতরে স্বস্তির নিশ্বাস নিতে পারবে এবং অবস্থিত অরণ্য সুশোভিত ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত গড়ে তুলবে চকরিয়া থানাকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-